Song: Bus Stop E Keu Nei Kothao
Singer: Anindya Chatterjee
Bus Stop E Keu Nei Kothao Lyrics in Bengali:
চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন,
প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও।
কিছু মেষ-শাবক দুটো উটকো লোক
হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও।
অনেক দিন ভোলা রেডিও এ অনুরোধের গান
সন্ধ্যের শ্মশান ডাক দেয় আযান চায়ের দোকান।
আ হা …
নীল পাখির ঝাঁক, ওরা বৃষ্টি পাক,
বেঁচে-বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও।
ফেরিওয়ালাটা থেমে যায় দূরে,
চুপ করে, জলের নকশা কাটে রোদ্দুরে।
জলের নকশা কাটে রোদ্দুরে,
জলের নকশা কাটে রোদ্দুরে,
আ হা ..
সোয়া ঘন্টা দুই, দলছুট চড়ুই,
কবে আসবি তুই
বাস স্টপে কেউ নেই কোথাও।
কেউ নেই কোথাও….